বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন

অনলাইন প্রেস ইউনিটির ভার্চুয়াল মতামত সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক / ৫৪৮ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১, ১০:০৮ অপরাহ্ন

দুর্বার বাংলা২৪// অনলাইন প্রেস ইউনিটির ভার্চুয়াল মতামত সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট রাত ৮ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে সভা শুরু করেন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী। প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা, ইউরো সমাচার সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। ভাইস চেয়ারম্যান, দৈনিক ইনকিলাব-এর সিনিয়র সাব এডিটর মোহাম্মদ আব্দুল অদুদ-এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান, ডেইলী নিউ লাইফ-এর ডেপুটি এডিটর শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান আইয়ুব রানা, এম লোকমান হোসাঈন, মহাসচিব চন্দন চন্দ্র দাস, যুগ্ম মহাসচিব শৈবাল আদিত্য, সাংগঠনিক সম্পাদক সাকিব হাসান, কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক নাব্বির আল নাফিজ, সহ-সভাপতি শরীফুল হক পপি, নূর মোহাম্মদ রবিউল, ঢাকা জেলা সদস্য রাকিব আহমেদ শাওন, সিরাজগঞ্জ জেলা সদস্য সাব্বিরুল আলম, নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাজ্জাদ খোকন প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বলেন, নতুন প্রজন্মের সংবাদযোদ্ধাদেরকে কখনোই কোন অপশক্তি পরাজিত করতে পারবে না যদি তারা অনলাইন প্রেস ইউনিটির সাথে ঐক্যবদ্ধ থাকে। সভায় আগামী ১৬ আগস্ট সংবাদযোদ্ধা শৈবাল আদিত্যর জন্মদিনকে কেন্দ্র করে সাংগঠনিক ও শুভেচ্ছা সভা করার সিদ্ধান্ত গৃহিত হয়।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর