ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় সদরের দোড়া ইউনিয়ন এর বকুল সিটি পার্ক সংলগ্ন পাঁচলিয়া গ্রামে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে জাহাঙ্গীর ও শাহাজান।বালু উত্তোলনের কারণে পুকুরের গভীরতা সৃষ্টি হয়ে পারবর্তী বাড়িঘর,ফসলি জমি ভাঙন ও পরিবেশ বিপর্যয়ের মারাত্মক ক্ষতি সাধন হওয়ায় আশঙ্কা রয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে জাহাঙ্গীর ও শাহাজান।এলাকায় তাদের প্রভাবও আছে বটে,যার কারনে স্থানীয় নীরিহ মানুষ ভয়ে মুখ খুলতে পারছেনা।বালু উত্তোলন বন্ধের ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে পাঁচলিয়া গ্রামের বাসিন্দা আকমল,মোক্তার হোসেন সহ এলাকাবাসী বলেন,অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে বাড়িঘর,ফসলি জমি ভাঙন ও পরিবেশ বিপর্যয় দেখা দেয়ার আশঙ্কা রয়েছে।মানুষের দুঃখ-দুর্দশার কথা চিন্তা না করে ব্যক্তি মুনাফার জন্য পরিবেশ নষ্ট করে জনগণের মুখের গ্রাস ও বসতবাড়ি ধ্বংসের লীলায় মেতে উঠেছেন ও অবৈধ ব্যবসায়ীরা।এ ব্যাপারে জাহাঙ্গীর হোসেন বলেন,বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং ডিসি সাহেব অবগত।সরকারি কাজের জন্য বালু উত্তোলন করছি।উনারা বালু উত্তোলনের লিখিত দিয়েছেন।
বিষয়টি নিয়ে কথা বলার জন্য কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনকে ফোনে পাওয়া যায়নি।ঝিনাইদহ জেলা প্রশাসক (ডিসি) মোঃ মজিবর রহমান বলেন,তিনি কাউকে অবৈধভাবে বালু উত্তোলনের অনুমতি দেননি।খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহন করা
বলে তিনি জানান।