মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৭:৪৯ পূর্বাহ্ন

অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ১৫০ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ১১ মার্চ, ২০২২, ১১:১০ পূর্বাহ্ন

নোয়াখালীতে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো— কাদির হানিফ ইউনিয়নের ইকবাল হোসেনের ছেলে রাফসান হোসেন (১৮), বিনোদপুর ইউনিয়নের বেলাল হোসেনের ছেলে মো. আসিফ (১৭) ও দাদপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের আবুল কালামের ছেলের মো. ইমন (১৪)।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এক দল পুলিশ উপজেলার কাদির হানিফ ইউনিয়নের সিরাজপুর সড়কে অভিযান চালায়। এ সময় একটি দেশীয় ছুরি ও লোহার তৈরি কাটারসহ তিন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়।

জেলা গোয়ান্দা পুলিশের ওসি মো. সাইফুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে শুক্রবার তাদের কারাগারে পাঠানো হবে।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
error: Content is protected !!
Translate »
error: Content is protected !!