চট্টগ্রামের চন্দনাইশে অস্ত্র বিক্রির সময় মো. শাকিল (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ২টার দিকে অভিযান চালিয়ে একটি দেশীয় এলজি, ৩ রাউন্ড কার্তুজসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাকিল উপজেলার পূর্ব সাতবাড়িয়া ছাদেকপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। তার বিরুদ্ধে চট্টগ্রামের খুলশী থানায়ও একটি অস্ত্র মামলা রয়েছে।
চন্দনাইশ থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার বলেন, গ্রেফতার শাকিলের বিরুদ্ধে নগরের খুলশী থানায় আগে থেকে অস্ত্র মামলা ছিল। মঙ্গলবার রাতে অস্ত্র বেচাকেনার সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
সূত্র: যুগান্তর