“গগনে গগনে বর্ষণ শেষে মেঘেরা পেয়েছে ছাড়া,বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নেই কোন কাজে তাড়া”
হেমন্তের এই অমিও বাণীকে সামনে নিয়ে ঝিনাইদহের আঃ রউফ ডিগ্রি কলেজের ২০২১ইং সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গত বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে বিদায়ী ছাত্রদের একটি র্যালী বের হয়ে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের উপর দিয়ে ডাকবাংলা বাজার প্রদক্ষিন করে আবার কলেজের আলোচনা সভার মঞ্চে এসে মিলিত হয়।কলেজের অধ্যক্ষ জে এম রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান ও কলেজ গভর্নিবডির সভাপতি এ্যাড.আব্দুর রশীদ।এছাড়া আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে জেলা কালচারাল অফিসার মোঃ জসিম উদ্দীন,১নং সাধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন,২নং মধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহম্মেদ জুয়েল,৩নং সাগান্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন,কলেজের উপাধ্যক্ষ বিবেকানন্দ তরফদার, সহকারী অধ্যাপক খুরশিদ মোহাম্মদ সালেহ,মোঃ শাহানুর আলম, জাহাঙ্গীর আনাম,ইসরাইল হোসেন, এছাড়া বিদায়ী ছাত্র তানভীর ও সেজুতী চ্যাট্যার্জী প্রমূখ।আলোচনা শেষে পাগলাকানাই একাডেমির শিল্পী গোষ্ঠিদের উপস্থাপনায় একটি মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।