বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন

আদাবাড়ীয়া ইউনিয়নে নৌকার প্রচারনায় এ্যাড. শরীফ উদ্দিন রিমন

নিজস্ব প্রতিবেদক / ৪০৮ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১, ১১:৩৩ অপরাহ্ন

আগামী ২৮ নভেম্বর চতুর্থধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার প্রার্থী, জাসদ মনোনীত মশাল প্রতীকের প্রার্থী, জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী সহ সতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন এলাকার বিভিন্ন স্থানে উঠান বৈঠক নির্বাচনী সভা শুরু করেছেন। তার সাথে রয়েছেন উপজেলা পর্যায়ের অন্যান্য নেতাকর্মী।
বৃহস্পতিবার (১৮নভেম্বর) সন্ধার পর দেখা গেছে এ্যাড. শরীফ উদ্দিন রিমন এর উপস্থিতিতে আদাবাড়িয়া ইউনিয়নের মশাউরা মোড় এলাকায় এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। আদাবাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মকবুল হোসেন নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। তার পক্ষে এলাকাবাসীর উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় এ্যাড. শরীফ উদ্দিন রিমন বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মকবুল হোসেনকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। সকলকে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় মকবুল হোসেনকে চেয়ারম্যান নির্বাচিত করতে হবে বলে জানান।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »