ইয়ুথ কার্নিভাল আয়োজিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা-২০২১ প্রথম স্থান অর্জন করেছেন কু্ষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাসনূর-এ-মায়িশা। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া শহরের দিশা টাওয়ারে ইয়ুথ কার্নিভাল কবিতা আবৃত্তি প্রতিযোগিতা-২০২১ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে কু্ষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী
মাসনূর-এ-মায়িশা প্রথম স্থান অর্জন করেন।
প্রথম হওয়ায় নিজের অনুভূতি ব্যক্ত করেন মাসনূর-এ-মায়িশা তিনি বলেন,কবিতা আমার কাছে ভালোবাসার মতো। সেই ভালোবাসার জায়গা থেকেই আবৃত্তি করা। কোন কিছু পাওয়ার আশায় একদমই করিনি। সেখানে প্রথম হয়ে যাওয়াটা সত্যিই অনেক আশাতীত এবং আনন্দের ব্যাপার। বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করছি
আমার বাবা ও মায়ের প্রতি। উনারা ছাড়া আজ আমি এখানে আসতে পারতাম না।
এদিকে মেয়ের এমন সাফল্যে সবার কাছে দোয়া চেয়েছেন মাসনূর-এ-মায়িশার বাবা-মা।