বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন

আশুগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক / ২৫৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২, ৯:৫৮ অপরাহ্ন

র‌্যালী, আলোচনা সভা, ভূমিকম্প এবং অগ্নিকান্ড বিষয়ক মহড়ার মধ্য দিয়ে আশুগঞ্জে পালিত হল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। “ মুজিবর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে আশুগঞ্জের স্থানীয় সরকারি হাজী আব্দুল উচ্চ বিদ্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রম কল্যাণ কেন্দ্রে গিয়ে র‌্যালীটি শেষ হয়। পরে শ্রম কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মহড়া। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সি। সভায় আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা,
আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক,আশুগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিজান মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম মিজি, পি আইও আব্দুল মাবুদ,আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম। এছাড়াও অন্যান্যদের মাঝে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করতে সচেতনতার মাধ্যমে মানবসৃষ্ট দুর্যোগ রোধে সকলকে এগিয়ে যেতে হবে। তিনি সকল ধরণের দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে সকলের সচেতন ভূমিকার জন্য আহ্বান জানান। আলোচনা সভা শেষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক বিভিন্ন মহড়া প্রদর্শণ করা হয়েছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »