বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন

আশুলিয়ায় জুতার কারখানায় আগুন, ৩ জনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৩১৬ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২, ৭:৪৮ অপরাহ্ন

আশুলিয়ায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে করে বলে জানা গেছে।

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার বঙ্গবন্ধু রোডের রূপায়ণ মাঠের ইউনি ওয়াল্ড ফুট ওয়ার লিমিটেড ওই জুতার কারখানায় আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন ও লিমা খানম জানান, আগুন নিয়ন্ত্রণের পর কারখানার ভেতর থেকে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলোর মধ্যে একটি নারীর, দুটি পুরুষের। কারখানায় আরও লাশ আছে কি না তা খুঁজে দেখা হচ্ছে।

গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম। তিনি জানান, ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটিসহ সাভারের ৪টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »