বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০২:১১ পূর্বাহ্ন

ইঞ্জিন লাইনচ্যুত, জয়দেবপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক / ১৪৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২, ৯:১২ পূর্বাহ্ন

গাজীপুরের শ্রীপুর রেলস্টেশন এলাকায় বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে জয়দেবপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গয়েছে।

বুধবার সন্ধ্যায় ওই ট্রেনের ইঞ্জিনের ৪টি চাকা লাইচ্যুত হয়।

শ্রীপুরে স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান জানান, নেত্রকোনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা ট্রেনটি শ্রীপুর রেলস্টেশনে পৌঁছার আগেই ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়।

ওই অবস্থায় ট্রেনটি স্টেশনে এসে পৌঁছায়। পরে ট্রেনের ইঞ্জিন ঘুরিয়ে পেছনের নেওয়ার চেষ্টা করলে হোম সিগন্যালে যেতেই ওই ইঞ্জিনের পেছনের দুই পাশে ৪টি চাকা লাইনচ্যুত হয়।

এরপর থেকেই জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় বিভিন্ন স্টেশনে যমুনা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও মহুয়া এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন থেমে আছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ১০টায় ট্রেন চলাচল বন্ধ ছিল।ট্রেনের ইঞ্জিন লাইনে বসাতে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও দুই-তিন ঘণ্টা সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
error: Content is protected !!
Translate »
error: Content is protected !!