মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন

ইবিকে অগ্রণী ব্যাংকের গাড়ী উপহার

নিজস্ব প্রতিবেদক / ২৫১ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২, ১০:২২ পূর্বাহ্ন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ^বিদ্যালয়কে ১টি ৩০ আসন বিশিষ্ট এসি কোস্টার উপহার দিয়েছে অগ্রণী ব্যাংক লিমিটেড। আজ দুপুরে বিশ^বিদ্যালয়ের প্রশাসন ভবনের সভাকক্ষে এক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে এ গাড়ীর চাবি হস্তান্তর করা হয়। চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, অগ্রণী ব্যাংককে আমরা আমাদের প্রতিষ্ঠান মনেকরি। দীর্ঘ ৪২ বছর আমরা ইবি পরিবার এ ব্যাংকের সেবা গ্রহণ করে চলেছি। আজকের এ উপহারের মধ্যদিয়ে উভয়ের মধ্যে নতুন করে সেতুবন্ধন তৈরি হলো। তিনি বলেন, আমরা চাইবো অগ্রণী ব্যাংক তাদের সেবারমান আরও বৃদ্ধি করবে। এ উপহার প্রদান করায় ইবি পরিবারের পক্ষ থেকে অগ্রণী ব্যাংক লিমিটেডকে আন্তরিক ধন্যবাদ জানান ভাইস চ্যান্সেলর ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথির বক্তৃতায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, আমরা প্রত্যাশা করি অগ্রণী ব্যাংক লিমিটেড আগামীতেও বিশ^বিদ্যালয়ের পাশে থাকবে। সভায় আরেক বিশেষ অতিথি অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ ব্যাংকটির নাম করণ করেছিলেন অগ্রণী ব্যাংক। তাই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এ উপহার প্রদান করতে পেরে আমরা ধন্য। তিনি বলেন, অগ্রণী ব্যাংক লিমিটেড দেশের বিভিন্ন উন্নয়নে অবদান রেখে চলেছে। এ ধরাবাহিকতা অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। ইসলামী বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় সভায় আরও বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার (ভার:) মু. আতাউর রহমান, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ মিজানূর রহমান, অগ্রণী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম, ঢাকা প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ও সিএফও মোঃ মনোয়ার হোসেন এফসিএ, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ক্রেডিট ড. মোঃ আবদুল্লাহ আল মামুন ও প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (পিসিএমডি) মোঃ আশেক এলাহী। অনুষ্ঠান শেষে অগ্রণী ব্যাংক লিমিটেডের উপহার হিসেবে ৩০ আসন বিশিষ্ট ১টি এসি কোস্টারের চাবি গ্রহণ করেন ইবি ভাইস চ্যান্সেলর। অনুষ্ঠানের শুরুতে ইসলামী বিশ^বিদ্যালয়ের স্লাইড উপস্থাপন করেন এপিএ ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও উপ-রেজিস্ট্রার (প্রশাসন-১) ড. মোঃ নওয়াব আলী খান এবং অগ্রণী ব্যাংক লিমিটেড এর স্লাইড উপস্থাপন করেন ঢাকা প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ও সিএফও মোঃ মনোয়ার হোসেন এফসিএ।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »