ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উদ্যোগে সোমবার সকালে নিজস্ব মিলনায়তনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়।ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মনিরা বেগম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম পিপিএম ও ঝিনাইদহ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এস এম শাহীন।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আমির হোসেন মালিতা,সাবেক চেয়ারম্যান, ঝিনাইদহ পৌরসভা,ঝিনাইদহ ও ঝিনাইদহ ভুটিয়ারগাতি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দীক।অতিথিবৃন্দ বলেন , মহান ভাষা আন্দোলনে যারা অংশগ্রহণ করেন তাঁরা জাতির শ্রেষ্ঠ সন্তান।ভাষার জন্য এই বাঙালি জাতি রক্ত দিয়েছিল অন্য কোন জাতি দিতে পারে নাই।বাংলার তরুণ প্রজন্ম ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে এ দেশ স্বাধীন করেছিল। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি।মসজিদের খতিব ও ইমামগনের উদ্দেশ্যে অথিতিবৃন্দ বলেন আপনাদেরকে আরবি ভাষার পাশাপাশি বাংলা ভাষার চর্চা করতে হবে।যাতে করে আপনারা আপনাদের বক্তব্যের মাধ্যমে সাধারণ জনগণকে ইসলামের সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন। অনুষ্ঠান শেষে ভাষা শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফেরাত,দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন মাষ্টার ট্রেইনার ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ।অনুরূপ অনুষ্ঠান ঝিনাইদহ জেলার অন্যান্য উপজেলায় বাস্তবায়ন করা হয়।