দুইজন যাত্রীকে আটকে ভয়ভীতি দেখিয়ে টাকা কেড়ে নেওয়ার অভিযোগে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) টার্মিনাল ফাঁড়ির ইনচার্জ টিএসআই নাসির উদ্দিনসহ ৬ পুলিশকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
তাদের বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে নগর পুলিশ লাইনে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপির কমিশনার আবু কালাম সিদ্দিক।
বৃহস্পতিবার বিকেলের এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত তদন্তে নামেন। অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হলে পুলিশ কমিশনার তাদের সাময়িক বরখাস্তের আদেশ জারি করেন।
সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন- টার্মিনাল ফাঁড়ির ইনচার্জ টিএসআই নাসির উদ্দিন, এএসআই সেলিম হোসেন ছাড়াও চার কনস্টেবল।
অভিযোগে জানা গেছে, টার্মিনাল এলাকা থেকে দুই দূরগামী যাত্রীকে আটক করেন টিএসআই নাসির উদ্দিনসহ সহযোগীরা। তাদের ইয়াবাসহ মাদক মামলা দেওয়ার ভয় দেখিয়ে পরিবারের কাছ থেকে বিকাশে মোটা অংকের টাকা নেন অভিযুক্ত পুলিশ সদস্যরা।
ভুক্তভোগীরা পুলিশ কমিশনার বরাবর অভিযোগ দিলে কমিশনার সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তাদের তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ছয় পুলিশকে সাময়িক বরখাস্তের আদেশ দেন কমিশনার।
অভিযোগে আরও জানা গেছে, টিএসআই নাসির উদ্দিন গত ১০ বছর ধরে রাজশাহী টার্মিনাল ফাঁড়ির ইনচার্জ হিসেবে ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্নজনকে আটকে বিকাশে টাকা নেওয়া ছাড়াও ব্যাংকের চেকের মাধ্যমে টাকা আদায়ের অভিযোগ রয়েছে।
সূত্র: যুগান্তর