মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫০ অপরাহ্ন

একসঙ্গে দাফন করা হলো মা ও ছেলের

নিজস্ব প্রতিবেদক / ২৮৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ২০ অক্টোবর, ২০২১, ১০:৩৮ পূর্বাহ্ন

মায়ের মৃত্যুর ছয় ঘণ্টার মধ্যে মারা গেছেন ছেলে। এ ঘটনা ঘটেছে সিলেট নগরীর ঘাসিটুলার বনকলাপাড়া এলাকায়। মঙ্গলবার ঘাসিটুলা জামে মসজিদে একসঙ্গে মা ও ছেলের জানাজা শেষে লাশ দাফন করা হয়।

মায়ের দাফনের প্রস্তুতিকালে মারা যাওয়া মুজিবুর রহমান (৩৪) নগরীর ১০নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহবায়ক ছিলেন।

মুজিবুর রহমানের ভাই জালাল উদ্দিন সুমন জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে তাদের মা পতি বেগম (৬০) বার্ধক্যজনিত রোগে মারা যান। রাতে তারা দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন। দাফনের প্রস্তুতিকালে রাত ২টার দিকে তার ভাই মুজিবুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মঙ্গলবার দুপুরে ঘাসিটুলা জামে মসজিদে মা ও ছেলের একসঙ্গে জানাজা সম্পন্ন হয়।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর