মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন

এক শিশুকে বাঁচাতে গিয়ে মারা গেল অপর শিশুও

নিজস্ব প্রতিবেদক / ২৬৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২, ১১:৩৬ পূর্বাহ্ন

ঝালকাঠির নলছিটি উপজেলার খাগরাখানা গ্রামে একটি খালে পড়ে পানিতে ডুবে রাফিজা আক্তার (৭) ও আল আমিন (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আল আমিনকে বাঁচাতে গিয়ে মারা যায় রাফিজাও।

বৃহস্পতিবার বিকালে দুই শিশুরই লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দলনেতা মো. হুমায়ুন কবির জানান, দুপুরে খাগরাখানা গ্রামের শহিদ খানের মেয়ে রাফিজা আক্তার ও মো. সোহেল হাওলাদারের ছেলে আল আমিন খেলা করছিল। আল আমিন নাচনমহল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন একটি খালে গাছের তৈরি ঘাটলায় পা ধুতে গিয়ে পড়ে যায়। সাঁতার না জানায় সে পানিতে ডুবে যাচ্ছিল। তাকে বাঁচাতে গিয়ে পা পিছলে খালে পড়ে যায় রাফিজা আক্তার। এরপর থেকে দুই শিশুই নিখোঁজ ছিল।

বিষয়টি পাশের এক শিশু দেখতে পেয়ে নিখোঁজ শিশুদের পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে বিকালে এসে খালে উদ্ধার অভিযান চালায় তারা। সন্ধ্যা ৬টার দিকে দুই শিশুর লাশ উদ্ধার করে ডুবুরি দল। পরে দুই শিশুর লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস কর্মীরা।

এ ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনদের কান্নায় ভারি হয়ে আছে খাগরাখানা গ্রামের পরিবেশ।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »