রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:২১ পূর্বাহ্ন

এটিএন বাংলা রিপোর্টার তুহিনের বাবার মৃত্যু, শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক / ৩৯৮ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ৪ আগস্ট, ২০২১, ১০:১০ পূর্বাহ্ন

এটিএন বাংলার কুষ্টিয়া জেলা প্রতিনিধি খন্দকার তুহিনের বাবা ওয়ালিউল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গেল রাত দশটার সময় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স ৬৫ বছর। কর্মজীবনে তিনি চিনি কলে কর্মরত ছিলেন। তিন ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে তার।

এর আগে স্টোক করলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তার মৃতদেহ বাড়ীতে নেওয়া হয়েছে।

খ.তুহিন জানান, বুধবার সকাল ১০ টার দিকে তার বাবার মৃতদেহ দাফন করার হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি তার বাবার জন্য সকলের কাছে দোওয়া চেয়েছেন।

তার মৃত্যুতে কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের পক্ষে সভাপতি শেখ হাসান বেলাল, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তিতাসসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন শোক প্রকাশ করেছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »