বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০১:২৬ অপরাহ্ন

এত সহজে পাকিস্তান আমাদের হারাতে পারবে না: তৌহিদ হৃদয়

নিজস্ব প্রতিবেদক / ৩২৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ১০ নভেম্বর, ২০২১, ১০:০৬ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাৎক্ষণিক কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকল্প হিসেবে প্রস্তুত করার জন্য ডাকা হয়েছে সাত তরুণ ক্রিকেটারকে। সেই তালিকায় রয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য তৌহিদ হৃদয়।

তৌহিদরা জিতেছিলেন ২০২০ সালে যুব বিশ্বকাপ। বিশ্বমঞ্চে কীভাবে সেরা হতে হয় তা জানেন তিনি। সেই অভিজ্ঞতা, নিবেদন বড়দের বিশ্বকাপেও দেখাতে চান।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৌহিদ বলেন, ‘আমরা যতদিন ক্রিকেট খেলব, ততদিন ওই বিশ্বকাপ জয় আমাদের আত্মবিশ্বাস জোগাবে। একটি বিশ্বকাপ (যুব বিশ্বকাপ-২০২০) জিতেছি। আমরা বিশ্বকাপজয়ী দলের প্রত্যেক খেলোয়াড় অনুভব করি যে, কীভাবে বিশ্বকাপ জিততে হয়। আশা করি বড়দের বিশ্বকাপও জিততে পারব।’

তৌহিদ বলেন, ‘পাকিস্তান সিরিজ চ্যালেঞ্জিং হবে। ঘরের মাঠে আমরা ভালো দল। এত সহজে আমাদের হারাতে পারবে না। আমাদের কঠিন সময় যাচ্ছে। যদি সেরাটা দিয়ে খেলতে পারি, ভালোভাবে ঘুরে দাঁড়াব।’

তৌহিদ আরও বলেন, ‘এটি আমার জন্য বড় একটা সুযোগ। ভালো কিংবা খারাপ হতেই পারে। সুযোগ কাজে লাগাব। সিনিয়র ভাইদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’

তামিম ইকবালের কাছে কী শিখলেন জানতে চাইলে তিনি বলেন, ‘তামিম ভাই আমাদের সবসময় অনুপ্রেরণা দেন। কীভাবে ভালো করব, পরের ধাপে যাব, সেখানে কেমন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলেন তিনি। আমরা সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকে শিখতে চাই।’

তিনি যোগ করেন, ‘আসলে মানুষ মন থেকে চাইলে সবই সম্ভব। নিজেদের সেরাটা দিয়ে জাতীয় দলে সুযোগ পেতে হবে। এটা অনেকের ক্ষেত্রে হবে, অনেকের ক্ষেত্রে হবে না।’

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »