রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়িক ও পেশাদার ব্যক্তিদের নিয়ে গড়ে উঠা বিশ্বব্যাপী সেবামূলক সংগঠন। উচ্চস্তরের মানদণ্ড, সমাজ সেবা ও আন্তর্জাতিক বোঝাপড়ায় এ সংগঠনের ভূমিকা অপরিসীম।
তারই আলোকে, হতদরিদ্র পরিবারটির পাশে দাঁড়ালেন রোটারি ক্লাব। আজ (১৪/৮/২০২২) রবিবার, আনমানিক বিকেল ৫টার সময় বিয়ের নানান ব্যবহার তুলে দেয়া হলো পরিবারটির হাতে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় পুলিশ সুপার, মুস্তাফিজুর রহমান । আরো উপস্থিত ছিলেন মো: রাসেল পারভেজ প্রজেক্ট ডিরেক্টর রোটারি ক্লাব অব ঢাকা ব্রাইট,মোঃ সাইদুর রহমান পাস্ট প্রেসিডেন্ট রোটারি ক্লাব অব রূপকথা পাবনা, মোহাম্মদ সোহেল রানা( আশা) কমিশনার ২১ নং ওয়ার্ড কুষ্টিয়া পৌরসভা, শেখ হাসান বেলাল স্টাফ রিপোর্টার আর টি ভি , শরীফ বিশ্বাস স্টাফ রিপোর্টার চ্যানেল টোয়েন্টিফোর,মেহেদী রানা সমাজ সেবক, আরো অন্যান্য ব্যক্তিবর্গ ।
এ সময় মাননীয় পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন,আর্থ মানবিক সহায়তায় রোটারি ক্লাবের ভূমিকা অনিসিকার্য। বিভিন্ন সময়ে মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রোটারি ক্লাব।আশা করি রোটারি ক্লাব তাদের কার্যক্রম বহাল রাখবে ।
রোটারি ক্লাব এর প্রজেক্ট ডিরেক্টর মো: রাসেল পারভেজ বলেন, আর্থ মানবিক সহায়তায় রোটারি ক্লাব সব সময় তাদের সেবামূলক কার্যক্রম চালিয়েছে এবং ভবিষ্যতেও রোটারি ক্লাব তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।