বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন

কমেছে দেশি পেঁয়াজের সরবরাহ, বেড়েছে দাম

নিজস্ব প্রতিবেদক / ২৫৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২, ১২:৪১ অপরাহ্ন

বৃষ্টির কারণে দিনাজপুরে হিলির পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ছয় টাকা। হঠাৎ করে দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ।

এদিকে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।

রোববার হিলি পাইকারি ও খুচরা বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

পেঁয়াজ কিনতে আসা মাজহারুল ইসলাম যুগান্তরকে জানান, গত দুদিন আগেই দেশি পেঁয়াজের দাম ছিল ২০ টাকা। সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ২৬ টাকা দরে। হঠাৎ দাম বৃদ্ধির কারণে পেঁয়াজ কিনতে এসে বিপাকে পড়তে হচ্ছে আমার মতো সাধারণ ক্রেতাদের।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ যুগান্তরকে জানান, ভারত থেকে আগের মতো আর পেঁয়াজ আসছে না। যার কারণে দেশি পেঁয়াজের চাহিদা অনেকটাই বেড়ে গেছে। বর্তমানে হিলির বাজারে ভারতীয় পেঁয়াজের সরবরাহ কমে গেছে, সেই সঙ্গে বৃষ্টির কারণে দুদিন থেকে আড়ৎগুলোতে দেশীয় পেঁয়াজের সরবরাহও কমে গেছে। এতে দাম কিছুটা বেড়েছে। সরবরাহ বাড়লে দাম আবারও কমে আসবে। দাম বাড়ার কারণে বেচাকেনাও কমে গেছে।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »