নীলফামারীর কিশোরগঞ্জে গোপনে করা এক কলেজ ছাত্রীর গোসলের ভিডিও কম্পিউটারে সংরক্ষণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফরহাদ হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক যুবক পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী হাজির হাট গ্রামের দুলাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, প্রায় ৮ মাস আগে দেলোয়ার গোপনে ওই ছাত্রীর গোসলের ভিডিও মোবাইলে ধারণ করে। পরে সে তার মোবাইলের মেমোরি কার্ডে গানলোড করতে হাজির হাটে কম্পিউটারের দোকানে যায়। কম্পিউটার দোকানদার ফরহাদ হোসেন ওই ছাত্রীর গোসলের ভিডিও দেখে তা নিজের কম্পিউটারে সংরক্ষণ করে রাখেন।
পরে ভিডিওটি একই এলাকার চঞ্চল, আলীসহ বিভিন্ন জনের মোবাইলের মেমোরি কার্ডে লোড দেওয়া হয়। ১০ দিন আগে চঞ্চল ওই কলেজছাত্রীকে তার গোসল করার ভিডিও দেখালে তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালান। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি স্থানীয় মাতবররা ১ লাখ টাকার বিনিময়ে রফাদফা করেন। কিন্তু টাকার প্রস্তাবে রাজি না হয়ে ছাত্রীর বাবা থানায় অভিযোগ করেন। পুলিশ রাতেই হাজির হাট থেকে ভিডিও থাকা কম্পিউটারসহ দোকানদার ফরহাদকে আটক করেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পর্নোগ্রাফি আইনে ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে একজনকে রাতেই আটক করে সকালে কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র: যুগান্তর