মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৭:৩১ পূর্বাহ্ন

কাপড় কিনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ১২৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২, ৮:৪৭ অপরাহ্ন

টাঙ্গাইলের কালিহাতীতে কাপড় কেনার জন্য রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে সুমা আক্তার (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কালিহাতীর সল্লা চরপাড়া এলাকায় রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমা আক্তার দেউপুর দক্ষিণপাড়া গ্রামের রুবেল মিয়ার স্ত্রী।

সল্লা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সোনা মিয়া নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে গৃহবধূ সুমা আক্তার স্বামীর বাড়ি থেকে বের হয়ে জোকারচর বাজারে কাপড় কেনার জন্য রেললাইন হেঁটে পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বঙ্গবন্ধু রেলওয়ে স্টেশনমাস্টার ইসমাইল হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই গৃহবধূ ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থলে যাওয়ার আগেই লাশ উদ্ধার করে তার আত্মীয়স্বজন বাড়িতে নিয়ে গেছেন।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
error: Content is protected !!
Translate »
error: Content is protected !!