ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানা এলাকা হতে বিপুল পরিমান ইয়াবাসহ ০১ জনকে গ্রেফতার করেছে র্যাব-৬,ঝিনাইদহ।শনিবার (১৯ ফেব্রুয়ারি ২০২২ ইং) র্যাব-৬, সিপিসি-২(ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে,ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানাধীন হাসানহাটি এলাকায় মাদক ক্রয় বিক্রয় চলিতেছে।উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে কালিগঞ্জ থানার হাসানহাটি গ্রামস্থ হাসান হাটি জেন বাড়ীর মোড় এর তুহিন বস্ত্রলয় এন্ড গার্মেন্টস এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা কালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ ওলিয়ার রহমান (৩৫), পিতা- মৃত: আমজেদ আলী মন্ডল, সাং-দয়াপুর,থানা- কালীগঞ্জ,জেলা- ঝিনাইদহ,থেকে গ্রেফতার করে।এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃতের নিকট হতে ৬৮০ পিচ ইয়াবা,০৩টি মোবাইল,০৬টি সিমকার্ড এবং নগদ-২১০০/-টাকাসহ উদ্ধার পূর্বক জব্দ করে।গ্রেফতারকৃতকে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন মামলা হয়েছে।