বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২১ পূর্বাহ্ন

কালীগঞ্জে লকডাউনে কিস্তি আদায়, ডিএফইডি এনজিওকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক / ৩৯৬ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১, ১০:০৮ অপরাহ্ন

ঝিনাইদহের কালীগঞ্জে লকডাউনের মধ্যে সরকারি নির্দেশনা অমান্য করে ঋণের কিস্তি আদায় করায় ঢাকা আহসানিয়া মিশন পরিচালিত ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) কে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।মঙ্গলবার সকাল ১১ টার দিকে শহরের কলেজপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন।এ সময় এনজিও ডিএফইডিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়াও শহরে অভিযান চালিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। এসময় কালীগঞ্জ থানার এসআই ইব্রাহিম সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন জানান,সরকারি নির্দেশনা অমান্য করে শহরের কলেজপাড়া এলাকার মিরাজুল হকের বাড়িতে কিস্তি নিতে আসে একজন এনজিওর কর্মী।এসময় ঋণের কিস্তি আদায় করায় দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।এছাড়াও শহরে লকডাউন অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।জন স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর