শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন

কিশোরগ্যাং হরিপুর ভ্যান চালক মিজান কে পিটালেন

নিজস্ব প্রতিবেদক / ৪৩৬ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১, ৮:৩৭ অপরাহ্ন

অাজ ১৭ আগস্ট ২০২১,।। বেপরোয়া জীবন যাপন ও কিশোরগ্যাং লালন পালনকারী হাটশ-হরিপুর ইউনিয়নের আলোচিত মাদক ব্যবসায়ী। হাটশ-হরিপুর ইউনিয়ন বোয়ালদাহ কোরাইশ মসজিদ সংলগ্নে গত ১৬ অাগস্ট রাত ৯ টার সময় মহাসিন ফকিরের তৃতীয় ছেছে ১নং অাজিম (২৯) ২নং হরিপুর মাট পাড়া এলাকার অটো চালক মোঃ অাজিবারের ছেলে অাশিক (২৪) ৩নং বোয়ালদাহ সরকারী প্রাথমিক স্কুলের পিছনের বাড়ীর মোঃ অাব্দুল রশিদের ছেলে পিয়াস ( ২২) সর্ব সাং- বোয়ালদাহ হাটশ হরিপুর থানা ও জেলা কুষ্টিয়া।একই এলাকার নিরিহ ভ্যান চালক মিজান ( ৫০)কে। বিনা কারণে পিটায়ে পুকুরে ফেলে দেয় কিশোরগ্যাং এর নেতা ও তার সহ যোগী আশিক ও পিয়াস। ভ্যান চালক মিজানের চিৎকার শুনে স্থানী লোক জন বেড়িয়ে অাসলে তখন মিজানকে চোর বলে পুকুর থেকে তুলে পূনরায় হত্যার উদ্দেশ্যে মারধর শুরু করে। তার পরিবারের লোক জন এসে প্রতিবাদ করায় তাকে ফেলে রেখে চলে যায় কিশোরগ্যাংরা। এবিষয়ে ভ্যান চালক মিজান কুষ্টিয়া মডেল থানায় ৩ জনের নামে একটি অভিযোগ দায়ী করেন।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »