বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন

কুমারখালীতে গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক / ২৯০ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২, ৯:২০ অপরাহ্ন

কুষ্টিয়া কুমারখালীতে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বেতবাড়িয়া ও পৌর শেরকান্দি সুইপার পাড়া থেকে বিপুল ও দুলাল নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃত রা হলেন, সদকী ইউনিয়নের মটমালিয়াট গ্ৰামের সিরাজ মোল্লার ছেলে মোঃ দুলাল মোল্লা (৩০) ও পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের সেরকান্দি সুইপার পাড়ার বসন্ত বাঁশফোড় ছেলে বিপুল বাঁশফোড় (২৮)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সূত্র থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার শেরকান্দি ও সদকী ইউনিয়নের মটমালিয়াট গ্ৰাম থেকে। এই দুই মাদক ব্যবসায়ীদের বাড়ি তল্লাশি করে। বিপুল বাঁশফোড় কাছ থেকে ১ শ’ গ্রাম গাঁজা ও দুলাল মোল্লার কাছ থেকে ৫ শ’গ্ৰাম গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে কুমারখালী থানার সোপর্দ করা হয়।

পরিদর্শক মোঃ বেলাল হোসেন জানান, কুমারখালী থেকে দুই মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »