শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন

কুমারখালীতে গাঁজা সহ মাদক ব্যবসায়ী কালু আটক

নিজস্ব প্রতিবেদক / ২০৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২, ৯:১৪ অপরাহ্ন

কুষ্টিয়া কুমারখালীতে ২৫০ গ্রাম গাঁজা সহ ১ মাদক কারবারিকে আটক করেছে কুমারখালী থানা পুলিশ। আটককৃত কালুর বিরুদ্ধে এর আগেও মাদক মামলা রয়েছে।

থানা সূত্রে জানাগেছে, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভীত্তিতে খবর পেয়ে বাঁধ বাজার ক্যাম্পের ইনচার্জ এস,আই জামাল মৃধার এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার লাহিনি উওর পাড়া মাদ্রাসার পাকা রাস্তা মোড় থেকে ২৫০ গ্রাম গাঁজা সহ শরিফুল ইসলাম কালু (৪৫) কে আটক করে।

আটককৃত শরিফুল ইসলাম (কালু) উপজেলার চাপড়া ইউনিয়নের সাওতা গ্রামের মৃত মোফাজ্জেল হোসেন এর পুত্র।

বাঁধ বাজার ক্যাম্পের ইনচার্জ জামাল মৃধা জানান, আটক শরিফুল ইসলাম কালু- ২০১৯ সালে ৫ কেজি গাঁজাসহ পুলিশের হাতে আটক হয়। গত ১৬ ফেব্রুয়ারি রাতে সাওতা গ্রামে মফিজ শেখের বাড়িতে পুলিশ পরিচয়ে ডাকাতি ও লিজকৃত কালী নদী থেকে মাছ চুরির অভিযোগের ভিত্তিতে তদন্ত করে রিপোর্ট দেওয়া হয়েছে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কালুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৮ তারিখ ২২/২/২০২২।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর