কুমারখালীতে কালি নদীতে ডুবে আবদুল খালেক শাহ (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে নদীতে তার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে।
আবদুল খালেক শাহ কুমারখালি উপজেলার চাপড়া ইউনিয়নের পার সাঁওতা গ্রামের বাসিন্দা।
পরিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিলে আবদুল খালেক। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায় নি।
আজ মঙ্গলবার সকালের দিকে পাশ্ববর্তী কালী নদীতে ভেসে থাকতে দেখে স্থানীয়রা মৃত অবস্থায় উদ্ধার করে তাঁকে। তবে তিনি মৃগী রোগী ছিলো বলেও জানান পরিবারের সদস্যরা।
চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হাসান রিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।