বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৯:১১ অপরাহ্ন

কুমারখালীতে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ২৫৫ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২, ১১:৪৬ পূর্বাহ্ন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে”প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প” (এলডিপি) এর সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ আয়োজন করা হয়।

বুধবার ১৬ ফেব্রুয়ারি সকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরে আলম সিদ্দিকীর সার্বিক তত্তাবধায়নে কুমারখালী জে,এন মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২২ এর উদ্বোধন করেন পৌর মেয়র সামসুজ্জামান অরুণ।

“পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন, প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজন ” এই স্লোগানকে সামনে রেখে প্রদর্শনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরে আলম সিদ্দিকী।

এসময় উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আরশাদ চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর অফিসার বিপ্লব কুমার সাহা, পৌর কাউন্সিলর এস,এম রফিক, রমেশ দুধি ভান্ডারের স্বত্বাধিকারী সুধাংশু কুমার ঘোষ,ডেইরি ফার্ম এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক অনির উদ্দিন প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র সামসুজ্জামান অরুণ বলেন, বিশ্ব মহামারী করোনা কালীন সময়ে দেশে অনেকাংশে বেকারত্ব বেড়েছে,তাই আমাদের যুবকদের উদ্যোক্তা হতে হবে। এছাড়াও দেশে এখন দুধ ও মাংসে ইতিমধ্যে লক্ষমাত্রা অর্জিত হয়েছে।

প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন উপস্থিত খামারিদের মধ্যে থেকে বক্তব্য রাখেন প্রফেসর অনির উদ্দিন । দিনব্যাপী প্রদর্শনীতে মোট ২২ টি স্টল অংশগ্রহণ করেন। এ সময় দেশি-বিদেশি বিভিন্ন প্রকার পাখি, ষাড় গরু, গাভি গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি প্রদর্শন করা হয়।

প্রদর্শনী শেষে ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারী খামারীদের পুরস্কার প্রদান করা হয়।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »