কুষ্টিয়া কুমারখালীতে সানেরা খাতুন নামে তিন সন্তানের জননী পারিবারিক কলহের জেরে বিষ পানে আত্মহত্যার করছে।
আত্মহত্যাকারী গৃহবধূ সানেরা (৪৮) কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউপির হুগলা গ্ৰামের বাসিন্দা গনি শেখের স্ত্রী।
নিহতের ভাই রফিকুল ইসলাম জানান, আমার বোনের সঙ্গে বোনের শ্বশুরবাড়ি লোকজনের সঙ্গে কোন ঝামেলা ছিল না।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৩১ আগষ্ট সন্ধ্যার আগে গৃহবধূ সানেরা ও তার স্বামীর মধ্যে বাকবিতন্ডা হয়। এরই জের ধরে বাড়ির সবার অজান্তে মাগরিবের নামাজ সময় সানেরা কীটনাশক পান করেন। পরিবারের লোকজন তা বুঝতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এই বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, পারিবারিক কলহের জেরে বিষ খেয়ে আত্মহত্যা করতে পারে। এই বিষয়ে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।