বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০১:০৯ পূর্বাহ্ন

কুমারখালীতে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক / ১৩২ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২, ১০:২২ অপরাহ্ন

কুষ্টিয়া কুমারখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক আওয়ামীলীগ নেতা মুন্সী আবু আহসান বরুনের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (২৭ শে ফেব্রুয়ারি) বেলা দুইটায় দিকে কুমারখালী বাজার বড় জামে মসজিদ সংলগ্ন এলাকায় তার নামাযের জানাজা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা মুন্সী আবু আহসান বরুনের দাফনের আগে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

গার্ড অব অনার প্রদানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনছুর মজনু , উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান, পৌর মেয়র সামছুজ্জামান অরুন, সাব ইন্সপেক্টর খাইরুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিরা এই সময় উপস্থিত ছিলেন।

জানাজা সম্পন্ন শেষে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন হয়।
পারিবারিক সূত্রে থেকে জানা যায়, ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা আওয়ামীলীগ নেতা আবু আহসান বরুন (৯২) (বরুন মাষ্টার) দূরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে (২৭ ফেব্রুয়ারি ) কুন্ডুপাড়া নিজ বাসভবনে সকাল ৬.৩০ মিঃ এ ইন্তেকাল করেন।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
error: Content is protected !!
Translate »
error: Content is protected !!