কুষ্টিয়ার কুমারখালীতে ২০২০-২০২১ অর্থবছরে রাজস্ব প্রকল্পের অর্থায়নে বাস্তবায়িত পাঠ প্রদর্শনীর উপর মাঠ দিবস -২০২১ উপলক্ষ্যে আলোচনা সভা ও দেড়শ ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজনে বৃহস্পতিবার (২৬ আগষ্ট) বিকেল সাড়ে ৩ টায় পুরাতন চড়াইকোল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল।
নন্দনালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবাশীষ কুমার দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোশ রাইসুল ইসলাম প্রমূখ।
এসময় নন্দনালপুর ইউনিয়নের বিভিন্ন কৃষক ও কৃষি অফিসারের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে আলোচনা সভা শেষে উপস্থিত কৃষক – কৃষাণীদের মাঝে ১৫০ পিচ পিয়ারা গাছের চারা বিতরণ করেন ইউএনও বিতান কুমার মন্ডল।