কুমারখালী উপজেলার সৈয়দ মাছ-উদ-রুমী সেতুর টোল ঘর এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও একটি ৮০ সিসি মটরবাইক্ সহ মোঃ সৌরভ হোসেন জয় নামে এক মাদক কারবারিকে আটক করেছেন কুমারখালী থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ আগষ্ট) সকাল ৯ টা ৩০ মিনিটের সময় এস আই দিনেশ ও এ এস আই জুবায়ের গোপন তথ্যের ভিত্তিতে মাদক কারবারি মটরবাইক্ তল্লাশীর উদ্দেশ্যে থামানো হয়। তল্লাশী কালে মটরবাইক্ সীটের তলায় গাঁজা পাওয়া যায়।
উক্ত অভিযানে দৌলতপুর থানার সোনাতলা গ্ৰামের আতাউর রহমানের ছেলে সৌরভ হোসেন জয় (২১) অবৈধ মাদক কারবারিকে আটক করা হয়।
আটকৃত মাদক কারবারি এবং অবৈধ মাদকদ্রব্য কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে ।
কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিব হাসান জানান, দুই কেজি গাঁজাসহ সৌরভ নামে এক যুবককে আটক করা হয়েছে। এই বিষয়ে মাদকবিরোধী আইনের মামলায় করা হয়েছে মামলা নং-২৯ তারিখ ২৬/৮/২০২১।