রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন

কুমেক হাসপাতালের করোনা ইউনিটের নিচতলায় আগুন

নিজস্ব প্রতিবেদক / ৪৬৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ১৪ আগস্ট, ২০২১, ৭:৩৯ অপরাহ্ন

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের করোনা ইউনিটের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

করোনা ইউনিটে কর্তব্যরত চিকিৎসকরা বলছেন, করোনা ইউনিটের নিচতলায় থাকা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ফলে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করোনা ইউনিটের নিচতলায় অক্সিজেনের কক্ষ থেকে ধোঁয়া বের হতে থাকে। এ সময় রোগী ও স্বজনরা এদিক-সেদিক ছুটতে থাকেন। পরে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় অক্সিজেন সিলিন্ডারগুলো বাইরে সরিয়ে নেওয়া হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তবে এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ অগ্নিকাণ্ডের ফলে রোগীদের চিকিৎসাসেবা বিঘ্নিত হবে না।

খবর: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »