শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন

কুশনা ইউনিয়নে ইউপি নির্বাচনে কে হবেন নৌকার মাঝি ?

নিজস্ব প্রতিবেদক / ৩৫৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১, ১০:৪৯ পূর্বাহ্ন

বৃহস্পতিবার (১৪/১০/২১ ইং) ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা হতে পারে।সেকারনে ঝিনাইদহ জেলার সর্বত্র বইছে নির্বাচনী হাওয়া।ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের গ্রামগঞ্জে চায়ের দোকানে সর্বত্র চলছে আলোচনা সামনের ইউপি নির্বাচনে কে হচ্ছেন কুশনা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদ প্রার্থী ?
কুশনা,জালালপুর,তালিনা,আরাজি পান্না,ইকড়া,বকশিপুর,গালিমপুর,রঘুনাথপুর,বহরামপুর,মোহনপুর,আলোকদিয়া,হরিদিয়া,মামুনশিয়া, শেরখালী,কামারকুন্ডূ,আন্দোলপোতা,তালশার,ঘাগা ও খদ্দইকড়া গ্রাম নিয়ে কুশনা ইউনিয়ন গঠিত।আদমশুমারী ২০১১ইং প্রতিবেদন সূত্র অনুযায়ী কুশনা গ্রামে ২২২০ জন,জালালপুর গ্রামে ৩৫৫৩ জন,তালিনা গ্রামে ১৭২৩ জন,আরাজি পান্না,ইকড়া গ্রামে ১৬৬০ জন,বকশিপুর গ্রামে ৮১৭ জন,গালিমপুর গ্রামে ৬৬৪ জন,রঘুনাথপুর গ্রামে ৪১৩ জন,বহরামপুর গ্রামে ৯৩৬ জন,মোহনপুর গ্রামে ৫৩৪ জন,আলোকদিয়া গ্রামে ১০৫২ জন,হরিদিয়া গ্রামে ২১৮৫ জন,মামুনশিয়া ১৯৪৪ জন,শেরখালী গ্রামে ৭১১ জন,কামারকুন্ডূ গ্রামে ৬৮৭ জন,আন্দোলপোতা গ্রামে ৫২৭ জন,তালশার গ্রামে ৩৯৯৭ জন,ঘাগা গ্রামে ১২১৭ জন ও খদ্দইকড়ায় ৬৮ জন মানুষ বসবাস করে।এলাকাবাসীর সাথে আলোচনা করে জানা যায় এবার কুশনা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসাবে নৌকা প্রতীক পাবার জন্য মাঠ চষে বেড়াচ্ছেন কুশনা ইউনিয়ন কৃষক লীগ সভাপতি আব্দুর রশীদ,ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক রবিউল ইসলাম,বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান,কোটচাঁদপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক বি এম নাসির হোসেন।
হরিন্দীয়া গ্রামের শফিকুল ইসলাম,তালিনা গ্রামের একরামুল ইসলাম সহ অনেকেই এই প্রতিবেদকের নিকট বলেন যদি কুশনা ইউনিয়ন কৃষক লীগ সভাপতি আব্দুর রশীদকে নৌকা প্রতীক প্রদান করা হয় তাহলে নৌকা মার্কা বিপুল ভোটে পাশ করবে।অন্যথায় স্বতন্ত্র প্রার্থী পাস করবার সম্ভবনা বেশী,কারন আর যে সব প্রার্থী নৌকা প্রতীক চাচ্ছেন তারা প্রত্যেকেই কোনো না কোনো কারনে বিতর্কিত।তারা দাবী করেন সাধারন আওয়ামী লীগ কর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে নৌকা প্রতীক প্রদান করা হোক।ইউনিয়ন কৃষক লীগের সাধারন সম্পাদক একরাম বলেন নৌকা প্রতীকের দৌড়ে এগিয়ে আছেন কুশনা ইউনিয়ন কৃষক লীগ সভাপতি মোঃ আব্দুর রশীদ।ইউনিয়নের সর্বত্র রয়েছে তার ব্যাপক পরিচিতি।তিনি ১৯৭০ সালে কুশনা গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মোঃ আকবর আলী বিশ্বাস ও মাতার নাম রোকেয়া বেগম।সে পেশায় একজন ব্যাবসায়ী।তিনি ইউনিয়নের বিভিন্ন ধরনের সমাজ সেবা মূলক কর্মকান্ডের সহিত জড়িত,করোনা কালীন সময়ে ইউনিয়নের সবাই যখন হাত গুটিয়ে বাড়ী বসে ছিলেন তখন ইউনিয়নবাসীর আশার প্রদীপ হয়ে ইউনিয়নবাসীর পাশে দাড়ান আব্দুর রশীদ।প্রায় ২০০০ পরিবারের মাঝে তিনি ৩ বার করে ত্রান বিতরন করেছেন।একজন অসহায় মহিলাকে জমি কিনে বাড়ী করে দিয়েছেন,নিজ অর্থায়নে কয়েকটি রাস্তার উন্নয়ন করেছেন।এ বিষয়ে মতামত জানতে চাওয়া হলে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশীদ বলেন,আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ৩ নং কুশনা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো,এলাকার সার্বিক উন্নয়নসহ বঙ্গবন্ধুর ক্ষুধা দারিদ্রতা মুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সব সময় ইউনিয়নের বাসীর পাশে থাকবো।তিনি ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »