কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং পূর্বঘোষিত ১০ দফা বাস্তবায়ন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে অবস্থা কর্মসূচি পালন করেন। শনিবার কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে সামনে বিকেল ৩ টা থেকে ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, আমরা জনগণের অধিকার রক্ষার আন্দোলন করছি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে আমাদের আন্দোলন। দেশের সবচেয়ে জনপ্রিয় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন। কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বশিরুল আলম চাঁদের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লবের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির, সদর উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।