শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২২ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ভেজাল কসমেটিকস কারখানায় র‍্যাবের অভিযান,দের লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক / ৫৫৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ১:৩৪ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ভেজাল কসমেটিকস কারখানায় র‌্যাবের মোবাইল কোর্টের অভিযানে মেসার্স চাঁদের পরী প্রোডাক্টসকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৯এপ্রিল) দুপুর ১ টায় কুষ্টিয়া শহরস্থ ৪৪ আব্দুল জব্বার সড়ক, আড়ুয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। জানা যায়,মেসার্স চাঁদের পরী প্রোডাক্টস, মালিক ইলিয়াস শাহ দীর্ঘ দিন যাবৎ নকল পণ্য তৈরি করে আসছে। তারই প্রেক্ষিতে কুষ্টিয়া র‌্যাব-১২ সিপিসি-১ কসমেটিকস তৈরির কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে মেসার্স চাঁদের পরী প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠান হতে বিপুল পরিমাণ ভেজাল কসমেটিকস এবং কসমেটিকস তৈরির ক্ষতিকর উপকরণ জব্দ করা হয়। এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় ১,৫০,০০০/- টাকা জরিমানা করা হয়, যার মামলা নং-১১১/২০২৩।কারখানায় উৎপাদিত পণ্য পাকিস্তানের গৌরি স্কিন ক্রিমের, বিভিন্ন ধরনের অনুমোদনবিহীন কসমেটিকস যেমন উইএসএ সি ভিটামিন, হুয়াইট ফেস, সেভেন ডেইস,গোল্ডেন ডিউ,ফেস লাইট,নেহা বিউটি ক্রিম,ইউএসএ ই ভিটামিন ও বডি লোসন এই নকল কারখানায় উৎপাদন করা হতো। এবিষয়ে র্যাব-১২ সিপিসি-১ এর স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, অভিযানে মেসার্স চাঁদের পরী প্রোডাক্টস, মালিক ইলিয়াস হোসেনকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং নকল পণ্য তৈরির কারখানায় অভিযান অব্যাহত থাকবে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর