কুষ্টিয়া প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে কুষ্টিয়া পিটিআই রোডস্থ হানিফ এমপির বাসভবন সংলগ্ন কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।
কেক কাটা অনুষ্ঠানে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন নিসা সবুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।
বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকউজ্জামান ও শেখ হাসান মেহেদী, জেলা পরিষদ সদস্য জহুরুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাল্টু রহমান। অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন জেলা পরিষদের সাবেক সদস্য জান্নাতুল মাওয়া রনি।