কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় এসে অসহায় শীতার্থদের মাঝে হাজার হাজার কম্বল বিতরন করলেন বাংলাদেশ আপিল বিভাগের বিচারপতি মোঃ আবু জাফর সিদ্দিকী।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর ) বিকাল সাড়ে ৫ টার দিকে কুষ্টিয়া মিরপুরের ছাতিয়ান ইউনিয়নে অবস্থিত জাস্টিস আবু জাফর সিদ্দিকী টেকনিক্যাল ইন্সটিটিউট চত্বরে গ্রামের অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন বিচারপতি আবু জাফর সিদ্দিকী।
এসময় সফর সঙ্গী ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি এ এনএম বশির উল্লাহ, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান, বিচারপতি এ কে এম জহিরুল হক। এছাড়া আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম টিপু সুলতান, কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক আবু তাহের, কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার মোঃ খাইরুল ইসলাম, বিচারপতি আবু জাফর সিদ্দিকীর সহধর্মিণী নার্গিস আফরোজ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বিচারপতি আবু জাফর সিদ্দিকীর বাল্য কালের বন্ধু ডাঃ এএফ এম আমিনুল হক রতন প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন ছাতিয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির হোসেন বিশ্বাস, চিথলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক বাবলু। অসহায় দুস্থরা কম্বল পেয়ে খুশি হন।