বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০১:০৮ অপরাহ্ন

কুষ্টিয়ার জিকে রোডে জনতার হাতে চোর আটক

নিজস্ব প্রতিবেদক / ৪৪৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২, ১১:৪৬ অপরাহ্ন

ফ্লাট বাড়িতে প্রাচীর টপকে চোর ঢুকেছে। পথচারীর ডাকে আশ পাশের জনগন ফ্লাটের ভাড়াটিয়া ও মালিকেরা ছুটে আসে ততক্ষণে চোর উধাও।

ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার জিকে রোড (পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন)। চোরকে খুজতে জনতা অলিগলি একাকার করে অবশেষে একটি ঝোপের আড়াল থেকে যুবক ছেলে (চোর) কে আটক করে জনগন। নাম পরিচয় জানতে চাইলে কিছুই বলে নাই, মুখে একটাই কথা বাড়ি কুষ্টিয়া আড়ুয়াপাড়া, যুবকটি তার নাম বলে আলিফ, পিতা তৈজি। পরে ওই যুবক ছেলে (চোর) কে ছয় রাস্তার মোড়ে নিয়ে যায় জনতার একাংশ। অনেকে বলে পুলিশে দিতে। এ রিপোর্ট লেখা অবস্থায় সর্বশেষ তথ্য কি হয়েছে জানা যায় নাই।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »