বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন

কুষ্টিয়ার বটতৈলে ট্যাপেন্ডা বড়ি সহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক / ৪৫৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১, ৮:৪৭ অপরাহ্ন

কুষ্টিয়ার বটতৈলের পৃথক দুটি স্থান সরদার পাড়া (বুনো পাড়া ব্রীজ নামে পরিচিত বেশি) ক্যানাল ব্রীজ ও কবুরহাট দক্ষিন পাড়া মাঠের ক্যানালের ওপর থেকে ট্যাপেন্ডা বড়ি ২০ পিচ সহ ৪ জন আটক ৷

কুষ্টিয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্ডা বড়ি সহ চার জনকে আটক করেছে জেলা মাদক দব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ।

শনিবার দুপুরে শহরের পাশে বটতৈল সরদার পাড়া ক্যানালের ব্রীজ ও কবুরহাট দক্ষিন পাড়া ক্যানালের ওপর থেকে ৪ যুবককে মাদক সহ আটক করা হয়।

আটককৃতরা হলেন, দুলাল হোসেন (২০), পিতাঃ গোলাম শেখ, গ্রাম- বটতৈল ৷ মাদক রাখার দায়ে ভ্রাম্যমান আদালতের কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না, দুলালকে ১৫ দিনের সশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা জরিমানা করা হয় ৷ অনাদায়ে আরো ৭ দিনের জেল প্রদান করা হয় ৷

মফিজুল হোসেন (২২), পিতাঃ আশরাফ শেখ, গ্রাম- ভাদালিয়া ৷ মাদক রাখার দায়ে ভ্রাম্যমান আদালতের কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান, মফিজুলকে ১৫ দিনের সশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা জরিমানা করা হয় ৷ অনাদায়ে আরো ৭ দিনের জেল প্রদান করা হয় ৷

হারুন (২০), পিতাঃ মৃতঃ হাতেম আলী, গ্রাম- কবুরহাট ৷ মাদক রাখার দায়ে ভ্রাম্যমান আদালতের কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শারমীন নেওয়াজ , হারুনকে ১৫ দিনের সশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা জরিমানা করা হয় ৷ অনাদায়ে আরো ৭ দিনের জেল প্রদান করা হয় ৷

আশরাফুল আলী (২৮), পিতাঃ সাজ্জাদ আলী ,গ্রাম- কবুরহাট সদ্দার পাড়া ৷ মাদক রাখার দায়ে ভ্রাম্যমান আদালতের কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট সরুপ মহরী , আশরাফুলকে ১৫ দিনের সশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা জরিমানা করা হয় ৷ অনাদায়ে আরো ৭ দিনের জেল প্রদান করা হয় ৷

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে কুষ্টিয়া জেলা মাদক দব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক আবুল কাশেম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কুষ্টিয়া শহরের পাশে বটতৈল সরদার পাড়া ও কবুরহাট দক্ষিন পাড়ার মাঠের ক্যানালের ওপর থেকে এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে ৷

এসময় তাদের ৪ জনের নিকট থেকে মোট ২০ পিচ ট্যাপেন্ডা বড়ি উদ্ধার করা হয়েছে।
এসময় উদ্ধারকৃত মাদক নির্বাহী ম্যাজিস্ট্রেট , সাংবাদিক ও জন-সাধারনের সামনে মাদক নষ্ট করা হয় ৷


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর