বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন

কুষ্টিয়ার লক্ষীপুরে জঙ্গীবাদ বিরোধী বিক্ষোভ মিছিল

কুষ্টিয়া প্রতিনিধি: / ২৮৫ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ৭:৫৭ অপরাহ্ন

কুষ্টিয়ার লক্ষীপুরে জঙ্গীবাদ বিরোধী বিক্ষোভ মিছিল

কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জঙ্গীবাদ বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ডিসেম্বর) বিকেল ৪টার দিকে জেলার লক্ষীপুর বাস স্টান্ডে বিএনপি, জামাত, শিবিরের নাশকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী অঙ্গসহযোগী নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আরব আলী ও সার্বিক পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। প্রধান বক্তা ছিলেন, সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শিক্ষানবিশ এ্যাড. মিজানুর রহমান মিজু।
এসময় বক্তব্য রাখেন, আব্দালপুর ইউনিয়ন চেয়ারম্যান আলী হায়দার স্বপন। বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন স্বপন, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, সিনিয়র সদস্য জমির উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লাবলু জোয়ার্দার, সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাইফুল ইসলাম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য রহিদুল ইসলাম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল ইসলাম, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য নাজমুল হোসেন। এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মী ও ইউপি সদস্য সহ হাজারো কর্মী মিছিলে অংশ গ্রহন করেন। মিছিলটি লক্ষীপুর মহাসড়ক প্রদক্ষীন শেষে সমাবেশ হয়।

বিক্ষোভ মিছিলে মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে দলের নেতা-কর্মীরা। পরে ইউনিয়ন আওয়ামী লীগ ও সদর উপজেলা যুবলীগের নেতারা বাস স্টান্ডে সমাবেশে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সামনের নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধী যারা দেশের স্বাধীনতা চায়নি তারা বিদেশী চক্রান্তের মাধ্যমে, জ্বালাও পোড়াও মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রগতি সহ এলাকার পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সহ সদর উপজেলা যুবলীগ সবসময় মাঠে থাকবে বলে জানান। যারা প্রগতিশীলতায় বিশ্বাসী, মুক্তচিন্তায় বিশ্বাসী তাদের পাশে আওয়ামী লীগ আছে এবং থাকবে। সবাইকে খেয়াল রাখতে হবে এলাকার কোথাও যেনো এসব মৌলবাদ, জঙ্গিবাদরা যেনো মাথা চড়াও করতে না পারে। আমরা মাদক মুক্তু, জঙ্গিমুক্ত, প্রগতিশীল মুক্তচিন্তার এলাকা গড়ে তোলার আশাবাদ রাখেন।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »