মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন

কুষ্টিয়ায় আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু পরিবারের দাবী হত্যা

নিজস্ব প্রতিবেদক / ২৫৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২, ১২:১৬ পূর্বাহ্ন

কুষ্টিয়ার হাউজিং এলাকায় এক গৃহবধূ নিহতের ঘটনা ঘটেছে।
সোমবার ১৮এপ্রিল সন্ধা ৬টার দিকে এ ঘটনা ঘটে। তথ্য সূত্রে জানা যায়, হাউজিং ডি ব্লক এলাকায় সিআইডি অফিস সংলগ্ন একটি বাসা বাড়িতে আনন্দ কুমার বিশ্বাস এর স্ত্রী শেফালী বিশ্বাস (৫৫) আগুনে পুড়ে মারা যায়।

পরিবারের দাবী তাকে শত্রুতা করে হত্যা করা হয়েছে। ঘটনায় শেফালীর ভাইপো রাজিব জানায়, এটা ষড়যন্ত্র করে হত্যা করা হতে পারে। এ ঘটনায় শেফালীর ভাই দিপক কুমার বিশ্বাস বলেন, বাসা থেকে কিছু অর্থ সহ অলংকার চুরি হয়েছে। অপর দিকে ঘটনার আগ মূহুর্তে শেফালীর স্বামী আনন্দ কুমার বিশ্বাস বাসা বাড়ির ৪তলায় ছিলেন। ঘটনা ঘটেছে বাসার ২য় তলায়। সংবাদ পেয়ে শেফালীকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আনন্দ কুমার বিশ্বাস বলেন, গলায় শাড়ি  আচল পেচানো চিলো।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »