কঠোর লকডাউন উপেক্ষা করে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের
ত্রিমোহনী বারখাদা এলাকায়
অবস্থিত তামাক প্রস্তুতকারক গ্লোবাল লীফ টোব্যাকো কোম্পানির কারখানা খোলা রেখে মহা
ধুমধামে কারখানা পরিচালনা করার অভিযোগ উঠেছে।
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার যখন কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন। সেই সঙ্গে দেশে চলমান লকডাউনে শিল্প কলকারখানা, দোকান পাট ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধে নির্দেশনা দিয়েছেন সরকার। ঠিক সেই সময়
বারখাদা এলাকার তামাক প্রস্তুতকারক গ্লোবাল লীফ টোব্যাকো কোম্পানি সরকারী নির্দেশনাকে তোয়াক্কা না করেই কারখানা চালু রেখে কাজ চলাচ্ছেন। এতে ক্ষোভ-প্রকাশ করেছেন জেলার বিভিন্ন কোম্পানির মালিকরা।
শুধু তাই নয়,কারখানা খোলা রেখে
কর্মরত শ্রমিকদের কাজে আসতে বাধ্য করছেন বলে অভিযোগ তাদের।
নাম প্রকাশ না করার শর্তে কারখানা শ্রমিকরা বলছে,আমাদের কাজে আসতে বাধ্য করছেন কারখানা কর্তৃপক্ষ। কাজে না আসলে নতুন লোক নিয়ে নিবেন বলে ভয় দেখাচ্ছেন। তাই কাজে এসেছি।
কাজ চলার বিষয়টি স্বীকার করে তারা বলছেন স্বল্প পরিসরে কিছু কাজ চলছে এখানে।
এ ব্যাপারে গ্লোবাল লীফ টোব্যাকো কোম্পানির ম্যানেজারের সঙ্গে কথা বলতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
কুষ্টিয়ার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস বলেন,এ বিষয়ে কয়েকজন জানিয়েছেন। কালই কারখানা গুলোতে অভিযান চালানো হবে।