কুষ্টিয়ায় জালিয়াতি করে জমি বিক্রির প্রতিবাদে জমির ওয়ারিশগণ মানববন্ধন করেছে।বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়া শহরের ছয়রাস্তা মোড়ের ভূমি অফিসের সামনে জড়ো হন তারা।
মানববন্ধনে অংশ নেয়া অসহায় জমির ওয়ারিশগণরা। এসময় তারা বলেন,অন্যায় ও লোভে পড়ে ক্ষমতার অপব্যবহার,জাল জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অন্যের সম্পত্তি সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল হান্নান, ক্যাইলী বাদশা, ওহিদুল ইসলাম কবির, রুকসানা হান্নান, নার্গিস আলম এবং আব্দুল কাদের ওরফে সেতু কাদের
ওয়ারিশগণদের স্বাক্ষর জালিয়াতি করে কুষ্টিয়া পোস্ট অফিস সংলগ্ন প্রায় ১০ কোটি টাকার সম্পত্তি লিখে নেয়। পরে তা সেতু এনজিওর মালিক আব্দুল কাদেরের সঙ্গে যোগসূত্র করে তাদের কাছে জমি বিক্রি করে দেন। জালিয়াতি চক্রের সদস্যদের কঠোর শাস্তি ও তাদের ওয়ারিশকৃত জমি ফেরতের দাবি জানান তারা। এসময় মানববন্ধনে ওই জমির শতাধিক ওয়ারিশগণরা অংশ নেয়।