শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৯ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ট্রাক উল্টে ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক / ২০৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২, ৮:১৯ অপরাহ্ন

কুষ্টিয়ায় ইটের ট্রাক উল্টে একজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ২১ ফেব্রুয়ারি বিকেল ৫ ঘটিকায় ইবি থানার উজানগ্রাম- গজনবীপুর গ্রামের সড়কে। নিহত ব্যক্তি গজনবীপুর গ্রামের কানাইপাড়ার নয়ন মন্ডল (৪৫)। জানাগেছে তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।

তথ্য সূত্রে জানা যায়, এই মাছ ব্যবসায়ী নয়ন তার বাড়ি তৈরীর ইট নিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে যায়, গাড়ি থেকে নয়ন লাফিয়ে পুকুরে লাফ দেয়। ইট বোঝায় ট্রাকটি উল্টে গেলে নয়ন চাপা পড়ে। পরে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উজানগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লা। তিনি বলেন নয়নের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর