কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় লিটন মুন্সী (৩৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। জানা যায়, মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২ টার দিকে মোটরসাইকেল আরোহী লিটন বাড়ি থেকে কুষ্টিয়ার দিকে যাওয়ার পথে সদর উপজেলার ভাদালিয়ায় এলাকায় পৌছালে পিছন থেকে ধাক্কা দেয় ড্রাম ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় লিটনের। স্থানীয়রা জানান, যে লিটন মুন্সি মটরসাইকেল নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন এমন সময় একটি বেপরোয়া গামি ড্রামট্রাকের ধাক্কায় তিনি নিহত হন। লিটন মুন্সি কুষ্টিয়ার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন বলে প্রাথমিকভাবে জানাগেছে। নিহত লিটন মুন্সী সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের বারুইপাড়া গ্রামের আলম মুন্সির ছেলে।