রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ভারতীয় হাই কমিশনার করোনা যতো দ্রুত কেটে যাবে ভিসা প্রক্রিয়া ততো সহজ হবে

নিজস্ব প্রতিবেদক / ২৪১ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২, ৭:১০ অপরাহ্ন

কুষ্টিয়ায় ভারতীয় হাই কমিশনার বিক্রম কে দোরাইসামী বলেছেন, করোনা মহামারীর প্রকোপ যতো কমে আসবে ততোই বাংলাদেশীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজতর হবে। তিনি ভারত সরকারের দেয়া একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স কুষ্টিয়া রোটারী ক্লাব হাসপাতালকে হস্তান্তর করেন। দিশা টাওয়ারে এ অনুষ্ঠানে যোগ দেয়ার আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে দোরাইসামী বলেন, কুষ্টিয়াতেও একটি ভারতীয় ভিসাকেন্দ্র করার উপযোগিতা আছে। দ্রুতই এ ব্যাপারে উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এছাড়াও দোরাইসামী বাংলাদেশ ভারতের মধ্যকার মধুর সম্পর্ক দিন দিন আরো উন্নত হবে বলেও আশা প্রকাশ করেন।

এ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, সরোয়ার জাহান বাদশাহ এমপি, সেলিম আলতাফ জর্জ এমপি উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »