দূর্বার বাংলা২৪//কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান গ্রামে জান্নাতুল ফেরদৌস নামে ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জড়িত সন্দেহে ফুপু জহুরা খাতুন এবং শহিদুল নামের দুইজনকে আটক করেছে পুলিশ।
মিরপুর থানার ওসি তদন্ত শুভ্র প্রকাশ দাস রাত সাড়ে নয়টায় ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জান্নাতুল ফেরদৌস আজ বুধবার বিকেলে মিরপুর উপজেলার মশান শাহপাড়ার নিজ এলাকা থেকে নিখোঁজ হয়।
জান্নাতুল ফেরদৌস মিরপুর উপজেলার মশান শাহপাড়া এলাকার জাহিদুল ইসলামের মেয়ে।
পুলিশ প্রাথমিকভাবে সন্দেহভাজন দুজনকে আটক করেছে। তদন্তের পর এ হত্যার কারণ বিস্তারিত জানাতে পারবে বলে ওসি তদন্ত জানিয়েছেন।