কুষ্টিয়া শহরের রাজারহাট মোড়ে সন্ত্রাসীদের এই অতর্কিত হামলায় এসএটিভি,বাসস ও দৈনিক ভোরের কাগজের কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাংবাদিক নুর আলম দুলাল, এসএটিভি’র ক্যামেরা পারসন কুষ্টিয়া টেলিভিশন ক্যামেরা পার্সন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাবিব রহমান ও দ্যা ডেইলি সানের কুষ্টিয়া প্রতিনিধি রেজাউল করিম রেজা গুরুতর আহতাবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে পেশাগত কাজে সংবাদকর্মীরা ওই এলাকায় পৌঁছালে তাদের ওপর অতর্কিত ভাবে ভয়াবহ হামলা চালানো হয় বলে স্থানীয় সুত্রে জানা গেছে।
কুষ্টিয়া মডেল থানার (ওসি) সাব্বিরুল আলম জানান, আসামিদের সনাক্ত করে দ্রুত গ্রেফতারের বিষয়ে পদক্ষেপ নেয়া হয়েছে।
এদিকে এঘটনায় জেলার সাংবাদিক মহলে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে।