শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০২:১৭ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় সর্বস্তরের সাংবাদিকদের বনভোজন

নিজস্ব প্রতিবেদক / ২২১ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২, ৯:৪৭ পূর্বাহ্ন

কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকদের বার্ষিক বনভোজন-২০২২ সম্পন্ন হয়েছে। ঝিনাইদহ জোহান ড্রীম ভ্যালী পার্ক এন্ড রিসোর্টে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে এ বনভোজন সম্পন্ন হয়েছে। জেলার সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে এ বনভোজনের আয়োজন করা হয়। শনিবার দিনব্যাপী এ বনভোজন বাস্তবায়ন আয়োজক কমিটির আহবায়ক মুজিবুল শেখের নেতৃত্বে বনভোজনে সাংবাদিকদের মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর,
দৈনিক কুষ্টিয়ার কাগজের সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক নুর আলম দুলাল, কোষাধক্ষ লিটন-উজ উজ্জামানসহ কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্যরা।

বনভোজনে র‌্যাফেল ড্র, হাড়িভাঙ্গা, বালিশ বদল, শিশুদের বিভিন্ন প্রতিযোগিতাসহ বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর ও দৈনিক কুষ্টিয়ার কাগজের সম্পাদক সাংবাদিক নুর আলম দুলালসহ অন্যান্যরা।

বনভোজন শেষে বনভোজন বাস্তবায়ন আয়োজক কমিটির আহবায়ক মুজিবুল শেখ বনভোজনে অংশ নেয়ায় জেলার সর্বস্তরের সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর